Dhaka ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁকুড়ার ‘ সুরকন্যা’ ইন্ডিয়ান আইডল খ্যাত অঙ্কনা মুখোপাধ্যায়, বিদেশের মঞ্চে- লণ্ডন লাইভ কনসার্টে

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ১৭৮ Time View

সুবীর মণ্ডল, বাঁকুুুড়া জেলা প্রতিনিধি:

ইন্ডিয়ান আইডল সঙ্গীত  প্রতিযোগিতা  ২০০৪ সাল থেকে  সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে।এটি ২০০৪–০৫ সালে, প্রথম আসরের মাধ্যমে ভারতে প্রচার শুরু করে।পরবর্তীতে দ্বিতীয় (২০০৫-o৬)তৃতীয় (২০০৭) চতুর্থ (২০০৮–০৯),  পঞ্চম (২০১০) এবং ষষ্ঠ আসর (২০১২) আয়োজিত হয়েছে। সপ্তম এবং অষ্টম আসরের জন্য ইন্ডিয়ান আইডল জুনিয়র মূল অনুষ্ঠানটিকে প্রতিস্থাপন করে; অতঃপর ২০১৬ সালে, নবম আসরের মাধ্যমে পুনরায় মূল অনুষ্ঠানে ফিরে আসে। পরবর্তীতে, ২০১৮ সালে এই অনুষ্ঠানের দশম আসর অনুষ্ঠিত হয়েছে এবং ২০১৯ সালে, একাদশ আসর ম শুরু হয়েছে। ইন্ডিয়ান আইডলের  মুুখ্য উদ্দেশ্যে নবীন  প্রতিভার বিকাশ ঘটানো। সারা ভারতের তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পীরা  অংশ গ্রহণ করে।  অত্যন্ত কঠিন একটা  প্রতিযোগিতা। ভারতের বহু  বিখ্যাত  শিল্পী  এই সঙ্গীত মঞ্চের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। অঙ্কনা মুখোপাধ্যায়  এই মঞ্চের ফসল। 
তার সঙ্গীতে মুগ্ধ গোটা দেশ । ভারতের  পর বিদেশের মঞ্চে বাঁকুড়ার ‘সুরকন্যা’ অঙ্কনা! লন্ডন ও লেসিস্টারে লাইভ কনসার্ট!   বাঁকুুুড়া   শহরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। ইন্ডিয়া আইডলে  মঞ্চ মাতিয়ে পাড়ি দিয়েছে লণ্ডনে পথে। সমগ্র  ভারতে সঙ্গীত শিল্পী  হিসাবে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করে ,বিশ্বমঞ্চে।এ-এক অত্যন্ত গর্বের দিন নিজের  জেলা, রাজ্য এবং দেশের পক্ষে। বাঁকুড়া জেলার সঙ্গীত প্রেমিক  মানুষ  অপেক্ষায় আছে  বিশ্বের  দরবারে তার কর্মকৃতিত্বের সোনালি ইতিহাস রচনা দেখার জন্য।  লণ্ডনে    লাইভ কনসার্ট করতে চলেছেন  ইন্ডিয়া আইডল খ্যাত  সঙ্গীত শিল্পী অঙ্কনা মুখোপাধ্যায়। আগামী জুলাই মাসের ২,৩,৪ তারিখে লণ্ডনে  অনুষ্ঠিত   তিনটি  জায়গায়  সঙ্গীত  পরিবেশন করবে।    বোম্বে  কাঁপিয়ে, ভারতকে নাচিয়ে  বাঁকুড়ার সুরকন্যা  ইতিমধ্যেই  পৌঁছে গেছে   লণ্ডনে। বিশ্ব মঞ্চে  তার  সঙ্গে  গাইবে দুই জনপ্রিয়  সঙ্গীত শিল্পী  সানি হিন্দুস্থানী ও   রোহিত  রাউত । ২০০৫,সালে  বাঁকুড়া জেলা শহরের এক  মধ্যবিত্ত পরিবারে জন্ম। গানকে জীবনে এগিয়ে নিয়ে  যাওয়ার  মাধ্যমে হিসাবে বেছে নিয়েছিল। এরপর  আত্মপ্রকাশের জন্য  কঠোর  সাধনা  শুরু  ।দীর্ঘ  এক পথ চলা  । শুরু হয়   সঙ্গীত চর্চা।    ২০১৭   সালে ভয়েস কিটস ইন্ডিয়ান সিজন ২ নামে  একটি  রিয়েলিটি শো-এ অংশ গ্রহণ করে, সেখানে  সফল হতে  না পেরে  ভেঙে পড়েনি। ২০১৯শে সুপারস্টার  সিঙ্গার রিয়েলিটি শোয়ের  ফাইনালে  পৌঁছয়      ।  ফলশ্রুতি    সঙ্গীত  জগতের শক্ত  মাটিতে  পা রাখে। জনপ্রিয়তা  বৃদ্ধি  পেতে থাকে। ক্রমাগত  শুধু  শীর্ষে ওঠা।   এরপর  ২০২০- র-ইন্ডিয়ান আইডল ১১-এর ফাইনালে  পৌঁছায়।তারপর আর  ফিরে  তাকাতে হয়নি তাকে। দেশ  জয় করে  বিদেশের মাটিতে  পা রাখতে চলেছে।শেষ পাওয়া  খবর  অনুযায়ী  অঙ্কনা মুখোপাধ্যায়  ইতিমধ্যেই  লণ্ডনে  পৌঁছে গেছে ।   এ-এক স্বপ্নপূরণের  বর্ণিল ইতিহাস। বাঁকুড়া তথা সমগ্র দেশের বাঙালিরা  তাকিয়ে আছে  ‘সুরকন্যা ‘ সুরের  মুর্ছনা প্রত্যক্ষ করার জন্য।বাঁকুড়াবাসীর   আজ গর্বের দিন।আমরা সবাই  অঙ্কনার সাফল্য  কামনা করি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

বাঁকুড়ার ‘ সুরকন্যা’ ইন্ডিয়ান আইডল খ্যাত অঙ্কনা মুখোপাধ্যায়, বিদেশের মঞ্চে- লণ্ডন লাইভ কনসার্টে

Update Time : ০৫:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

সুবীর মণ্ডল, বাঁকুুুড়া জেলা প্রতিনিধি:

ইন্ডিয়ান আইডল সঙ্গীত  প্রতিযোগিতা  ২০০৪ সাল থেকে  সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে।এটি ২০০৪–০৫ সালে, প্রথম আসরের মাধ্যমে ভারতে প্রচার শুরু করে।পরবর্তীতে দ্বিতীয় (২০০৫-o৬)তৃতীয় (২০০৭) চতুর্থ (২০০৮–০৯),  পঞ্চম (২০১০) এবং ষষ্ঠ আসর (২০১২) আয়োজিত হয়েছে। সপ্তম এবং অষ্টম আসরের জন্য ইন্ডিয়ান আইডল জুনিয়র মূল অনুষ্ঠানটিকে প্রতিস্থাপন করে; অতঃপর ২০১৬ সালে, নবম আসরের মাধ্যমে পুনরায় মূল অনুষ্ঠানে ফিরে আসে। পরবর্তীতে, ২০১৮ সালে এই অনুষ্ঠানের দশম আসর অনুষ্ঠিত হয়েছে এবং ২০১৯ সালে, একাদশ আসর ম শুরু হয়েছে। ইন্ডিয়ান আইডলের  মুুখ্য উদ্দেশ্যে নবীন  প্রতিভার বিকাশ ঘটানো। সারা ভারতের তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পীরা  অংশ গ্রহণ করে।  অত্যন্ত কঠিন একটা  প্রতিযোগিতা। ভারতের বহু  বিখ্যাত  শিল্পী  এই সঙ্গীত মঞ্চের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। অঙ্কনা মুখোপাধ্যায়  এই মঞ্চের ফসল। 
তার সঙ্গীতে মুগ্ধ গোটা দেশ । ভারতের  পর বিদেশের মঞ্চে বাঁকুড়ার ‘সুরকন্যা’ অঙ্কনা! লন্ডন ও লেসিস্টারে লাইভ কনসার্ট!   বাঁকুুুড়া   শহরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। ইন্ডিয়া আইডলে  মঞ্চ মাতিয়ে পাড়ি দিয়েছে লণ্ডনে পথে। সমগ্র  ভারতে সঙ্গীত শিল্পী  হিসাবে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করে ,বিশ্বমঞ্চে।এ-এক অত্যন্ত গর্বের দিন নিজের  জেলা, রাজ্য এবং দেশের পক্ষে। বাঁকুড়া জেলার সঙ্গীত প্রেমিক  মানুষ  অপেক্ষায় আছে  বিশ্বের  দরবারে তার কর্মকৃতিত্বের সোনালি ইতিহাস রচনা দেখার জন্য।  লণ্ডনে    লাইভ কনসার্ট করতে চলেছেন  ইন্ডিয়া আইডল খ্যাত  সঙ্গীত শিল্পী অঙ্কনা মুখোপাধ্যায়। আগামী জুলাই মাসের ২,৩,৪ তারিখে লণ্ডনে  অনুষ্ঠিত   তিনটি  জায়গায়  সঙ্গীত  পরিবেশন করবে।    বোম্বে  কাঁপিয়ে, ভারতকে নাচিয়ে  বাঁকুড়ার সুরকন্যা  ইতিমধ্যেই  পৌঁছে গেছে   লণ্ডনে। বিশ্ব মঞ্চে  তার  সঙ্গে  গাইবে দুই জনপ্রিয়  সঙ্গীত শিল্পী  সানি হিন্দুস্থানী ও   রোহিত  রাউত । ২০০৫,সালে  বাঁকুড়া জেলা শহরের এক  মধ্যবিত্ত পরিবারে জন্ম। গানকে জীবনে এগিয়ে নিয়ে  যাওয়ার  মাধ্যমে হিসাবে বেছে নিয়েছিল। এরপর  আত্মপ্রকাশের জন্য  কঠোর  সাধনা  শুরু  ।দীর্ঘ  এক পথ চলা  । শুরু হয়   সঙ্গীত চর্চা।    ২০১৭   সালে ভয়েস কিটস ইন্ডিয়ান সিজন ২ নামে  একটি  রিয়েলিটি শো-এ অংশ গ্রহণ করে, সেখানে  সফল হতে  না পেরে  ভেঙে পড়েনি। ২০১৯শে সুপারস্টার  সিঙ্গার রিয়েলিটি শোয়ের  ফাইনালে  পৌঁছয়      ।  ফলশ্রুতি    সঙ্গীত  জগতের শক্ত  মাটিতে  পা রাখে। জনপ্রিয়তা  বৃদ্ধি  পেতে থাকে। ক্রমাগত  শুধু  শীর্ষে ওঠা।   এরপর  ২০২০- র-ইন্ডিয়ান আইডল ১১-এর ফাইনালে  পৌঁছায়।তারপর আর  ফিরে  তাকাতে হয়নি তাকে। দেশ  জয় করে  বিদেশের মাটিতে  পা রাখতে চলেছে।শেষ পাওয়া  খবর  অনুযায়ী  অঙ্কনা মুখোপাধ্যায়  ইতিমধ্যেই  লণ্ডনে  পৌঁছে গেছে ।   এ-এক স্বপ্নপূরণের  বর্ণিল ইতিহাস। বাঁকুড়া তথা সমগ্র দেশের বাঙালিরা  তাকিয়ে আছে  ‘সুরকন্যা ‘ সুরের  মুর্ছনা প্রত্যক্ষ করার জন্য।বাঁকুড়াবাসীর   আজ গর্বের দিন।আমরা সবাই  অঙ্কনার সাফল্য  কামনা করি।