মহীতোষ গায়েন,সম্পাদক,পশ্চিমবঙ্গ :

আজ ২৪ জুন,দুপুর ১২টায় নর্থ-সাউথ ইউনিভার্সিটি-র উদ্যোগে এক মননশীল,মনোরম ভার্চুয়াল অনুষ্ঠানে বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর শরীফউদ্দীন আহমেদের সম্পাদনায় ৫০০ পৃষ্ঠার “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” নামক বাই লিঙ্গুয়াল গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোরান থেকে পাঠ করেন।এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ‍্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।স্বাগত ভাষণ দেন সহ উপাচার্য ডক্টর এম.ইসমাইল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার ভাষণে বলেন-বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাস চর্চার ক্ষেত্রে দিগন্ত উন্মোচন করে এই গ্রন্থ আন্তর্জাতিক ইতিহাস ও সাহিত্য চর্চার ক্ষেত্রকে যে সমৃদ্ধ করবে তাতে কোন সন্দেহ নেই।তিনিএই বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন।


“বঙ্গবন্ধু ও বাংলাদেশ” গ্রন্থের সম্পাদক
ইতিহাসবিদ অধ্যাপক শরীফ উদ্দীন আহমেদ বলেন-বঙ্গবন্ধু চর্চা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানের এই গ্রন্থটিতে প্রবন্ধ,নিবন্ধ লিখেছেন দেশ ও বিদেশের বহ খ‍্যাতনামা ইতিহাসবিদ,অধ্যাপক,গবেষক,প্রাবন্ধিক ও রাজনীতিবিদ। তিনি জানান,পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক,সাংবাদিক তথা সিটি কলেজের অধ্যাপক ডক্টর মহীতোষ গায়েন,রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক ডক্টর আশীষ দাস সহ বহু প্রথিতযশা অধ‍্যাপক, লেখক,গবেষক তাদের গবেষণামূলক প্রবন্ধদের মাধ‍্যমে বঙ্গবন্ধুর জীবনের বহু মূল্যবান দিক তুলে ধরেছেন‌।
অতিমারি পরিস্থিতিতেও নিরলস সাধনার ফসল এই গ্রন্থ। মহতী এই অনুষ্ঠানে অধ্যাপক শরীফউদ্দীন এবং উপাচার্য এই বিশ্ববিদ‍্যালয় যাতে বাংলাদেশের শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন সাপেক্ষে পিএইচডি করানোর অনুমতি পায় তার জন‍্য শিক্ষামন্ত্রীকে বিশেষভাবে উদ্যোগ নিতে ঐকান্তিক অনুরোধ করেন।

বিশেষ অতিথি এম.এ কাশেম বলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই প্রয়াসের মাধ‍্যমে শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তির লড়াই চিরভাস্বর হয়ে থাকবে।জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ‍্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়,দেশ ও বিদেশের প্রায় ৫০০০ সুধীজন নর্থ-সাউথ ইউনিভার্সিটির ফেসবুক পেজে জুম অধিবেশনের মাধ‍্যমে আন্তর্জাতিক এই ভার্চুয়াল গ্রন্থপ্রকাশ অনুষ্ঠান প্রত‍্যক্ষ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে