সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় ২৫০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
১৯ জুন (শনিবার) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও গ্রামের ছেতনাই তলী এলাকা থেকে মুর্তিটি উদ্ধার করা হয়।
সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মুকুল জানান, ওই গ্রামে মন্টুর বাড়ির পাশে পুকুর খননের সময় মুর্তিটি দেখতে পায় শ্রমিকরা বিশাল আকৃতির মুর্তিটি দেখেন এবং স্থানীয়দের মাঝে হইচই শুরু হলে বিষয়টি আমাকে অবগত করেন এবং আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, পুলিশ কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে উপজেলা প্রশাসনের নির্দেশেক্রমে কষ্টি পাথরটি রাষ্ট্রীয় কোষাগারে সংরক্ষনের ব্যবস্থা করা হবে।