দেবাঞ্জনা ব্যানার্জী, বিশেষ প্রতিনিধি,বারাসত:
একুশে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে, পদ্ম চিহ্নে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী । এবার সেই জয়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃনমূল সুপ্রিমো।
২রা মে ২০২১ ভোট গণনার দিন, সকাল থেকেই নন্দীগ্রামে চলছিলো হাড্ডাহাড্ডি লড়াই । কখনো এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো শুভেন্দু অধিকারী । এরপরই একসময় মিডিয়ায় ঘোষণা হয়ে যায় , হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভায় বিজয়ীনি তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইরূপ কর্মীদের উচ্ছাসের ছবি উঠে আসছে এমতাবস্থায় হঠাৎ জানা যায়, নন্দীগ্রাম বিধানসভায় জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী । ফলাফলের এই নাটকীয় পরিবর্তন দেখে হতবাক হয়েছিলেন নেটিজেনদের একাংশ । এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় রিকাউন্টিং এর দাবি জানান । পরবর্তীতে তৃনমূল সুপ্রিমো জানান নন্দীগ্রামের রিটার্নিং অফিসারের সঙ্গে কথা হয়েছে তাঁর , তিনি আরোও বলেন, ‘আমি রিকাউন্টিং দিলে ওনার প্রাণ সংশয় হতে পারে।’ মাস খানেক আগে নন্দীগ্রামে রিটার্নিং অফিসার এর বক্তব্যের পর থেকেই শুরু হয় একাধিক জল্পনা । এরই পাশাপাশি বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রাম ভোটগণনা কেন্দ্রে লোডশেডিং করানো, ভোট লুঠ , ভোটারদের ভয় দেখানো সহ একেরপর এক নানা অভিযোগ উঠতে থাকে ।
এবার, বৃহস্পতিবার ১৭ ই জুন , নন্দীগ্রামে বিধানসভা ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিটিশন দায়ের করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যায় শুক্রবারই শুনানির দিন থাকলেও আজ শুনানি পিছনোর নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ। আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৪ শে জুন । আপাতত নেটিজেনদের চোখ সেই দিকেই।