রূপসা প্রতিনিধিঃ
রূপসায় চলতি লকডাউনে গত ৪৮ ঘন্টায় উপজেলার ৫টি ইউনিয়নে ১২ জন করোনা পজেটিভ রোগীর নাম পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানা যায়।
১নং আইচগাতী ইউনিয়নের সেনের বাজার এলাকায় মৃত শেখ কাশেম আলীর ছেলে ইসমাইল শেখ (৩০), রাজাপুর গ্রামের রাম দাশের ছেলে জয় দাশ (২১), বৈশাখের মোড় মৃত মো. আবুল কালামের ছেলে মাহমুদ (৪২) ও স্ত্রী আইরিন (৪০), পজেটিভ।
২নং শ্রীফলতলা ইউনিয়নের বাধাল গ্রামের মৃত দাউদ আলী শেখের ছেলে মাসুম করিম (২৩) পজেটিভ।
৩নং নৈহাটী ইউনিয়নের রহিমনগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. আনিস (৩৪), জাবুসা গ্রামের মৃত: নওশের আলী শেখের ছেলে ফুরকান (৫৫), আমদাবাদ গ্রামের খান ইদ্রিস আলীর ছেলে ইমরান খান (২৫), জাবুসা গ্রামের চৌরাস্তার মোড় মো. আতিয়ার (৬৩) পজেটিভ।
৪নং টিএসবি ইউনিয়নের পাঁচানী গ্রামের মো. আলাউদ্দিন শেখ এর ছেলে রমজান (৩০), খাজাডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার শেখের ছেলে মো. হাসিবুর রহমান (২৯), খাজাডাঙ্গা গ্রামের মো. হাসিব শেখের ছেলে মো. জুলহাস (১৮), পজেটিভ।
তাছাড়া কাজদিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী পুত্র ইদ্রিস আলী কাজী (৬০) করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জুন বিকালে মৃত্যু বরণ করেন।