টিপু সুলতান,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামের ওয়ারেন্টমূলে ৭ মামলার আসামি গাজিপুর থেকে গ্রেপ্তার হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশনায় থানার এসআই বিকাশ চক্রবর্তী ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৪ জুন বিকেল ৩ টায় গাজীপুর মহানগর হতে ৭ মামলার আসামি আব্দুর রশিদ (৫৫) কে গ্রেপ্তার করে। সে নাটোরের সিংড়া উপজেলার হাপুনিয়া গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় ৭ টি সিআর মামলার ওয়ারেন্ট ছিলো। ১৫ জুন থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।