Dhaka ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল আলোচনায় ‘বিশ্ব পরিবেশ দিবস’

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ১৬১ Time View

নিজস্ব প্রতিনিধি :

গত ৫ জুন, ২০২১ শনিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগে আয়োজিত হল “বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিশ্ব পরিবেশ দিবস” শিরোনামে বিশেষ আন্তর্জাতিক  আলোচনাচক্র।

আন্তর্জাতিক আলোচনা চক্রের স্বাগত ভাষণে বিভাগীয় প্রধান অধ্যাপক (ড.) দিব্যেন্দু ভট্টাচার্য বলেন “কার্বনের বিপদকে আমাদের সামলাতে হবে।” তিনি আরও বলেন ভারতীয় সমাজ ‘না লজিকটাকে ডেভেলপ করতে পেরেছে, না সংস্কারমুক্তমনা হতে পেরেছে’। মাঝখানে ভারতীয় সমাজটা যথেষ্ট দিশেহারা।

মূল্যবোধ ও পরিবেশ বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন-

“ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী
নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু”

অর্থাৎ একটা সময়ে প্রাচীন ভারতীয় সমাজে নদ নদী বিশেষ করে গঙ্গার প্রতি অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস ছিল। “আজ পবিত্র গঙ্গাতে শ’য়ে শ’য়ে মৃতদেহ ভাসছে। এই যে একটা আবর্জনা ও অশ্রদ্ধা সচেতন নাগরিক প্রমাণে বড় ধাক্কা।” তিনি তার পূর্ণ স্বাগত ভাষণে নাগরিক সমাজকে (restoration) পুনরুদ্ধার, (recycling) পুনর্ব্যবহারযোগ্য, (rethinking) পুনর্বিবেচনা ও (imagination) কল্পনা এই চারটি শব্দের উপর জোর দিতে বলেছেন। আলোচনায় উপস্থিত শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক (ড.) দেবপ্রসাদ সিকদার বলেন প্রকৃতিকে রিজার্ভ করা প্রয়োজন। এর জন্য শক্তিশালী আওয়াজ এখন থেকেই তুলতে হবে এবং জনগণকে পরিবেশ রক্ষায় সক্রিয় অংশ গ্রহণ করতে হবে।

সিনিয়র অধ্যাপক (ড.) জয়ন্ত মেটে তার বক্তৃতায় জানান বর্তমান সমাজ পরিবেশ কেন্দ্রিক ব্যাবহারিক জয়াগায় পিছিয়ে পড়ছে। দরকার রবীন্দ্রনাথ ও তার পরিবেশ ভাবনাকে সম্মান জানানো। দরকার আত্মত্যাগ ও আত্মবোধের জাগরণ। অধ্যাপিকা (ড.) দেবযানী গুহ ‘restoration of the earth ecosystem’ নিয়ে দীর্ঘ আলোচনা করেন। অধ্যাপক (ড.) বিজন সরকার ‘মানুষ কতটা পরিবেশ বান্ধব হতে পেরেছে’ তার তুলানমুলক আলোচনার মধ্য দিয়ে নাগরিক সমাজের পরিবেশ রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরেছেন।

আলোচনা সভাটিতে অন্যান্য বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন অধ্যাপক (ড.) শ্রীকান্ত গৌর, ড. তারিণী হালদার, ড. অর্জুন চন্দ্র দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা বিভাগের সংযুক্ত অধ্যাপক ড. শান্তিনাথ সরকার এবং টেকনিক্যাল সাপোর্টে ছিলেন গবেষক সঞ্জু দাস ও গবেষক প্রদীপ অধিকারী। ২ ঘণ্টা ৪৫ মিনিটের আলোচনাটিতে ভারত বাংলাদেশ থেকে সাংবাদিকসহ প্রায় ৫০০ জন শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপক গুগল মিট ও ইউটিউবে অংশ গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

Popular Post

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল আলোচনায় ‘বিশ্ব পরিবেশ দিবস’

Update Time : ০৪:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

নিজস্ব প্রতিনিধি :

গত ৫ জুন, ২০২১ শনিবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগে আয়োজিত হল “বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিশ্ব পরিবেশ দিবস” শিরোনামে বিশেষ আন্তর্জাতিক  আলোচনাচক্র।

আন্তর্জাতিক আলোচনা চক্রের স্বাগত ভাষণে বিভাগীয় প্রধান অধ্যাপক (ড.) দিব্যেন্দু ভট্টাচার্য বলেন “কার্বনের বিপদকে আমাদের সামলাতে হবে।” তিনি আরও বলেন ভারতীয় সমাজ ‘না লজিকটাকে ডেভেলপ করতে পেরেছে, না সংস্কারমুক্তমনা হতে পেরেছে’। মাঝখানে ভারতীয় সমাজটা যথেষ্ট দিশেহারা।

মূল্যবোধ ও পরিবেশ বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন-

“ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী
নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু”

অর্থাৎ একটা সময়ে প্রাচীন ভারতীয় সমাজে নদ নদী বিশেষ করে গঙ্গার প্রতি অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস ছিল। “আজ পবিত্র গঙ্গাতে শ’য়ে শ’য়ে মৃতদেহ ভাসছে। এই যে একটা আবর্জনা ও অশ্রদ্ধা সচেতন নাগরিক প্রমাণে বড় ধাক্কা।” তিনি তার পূর্ণ স্বাগত ভাষণে নাগরিক সমাজকে (restoration) পুনরুদ্ধার, (recycling) পুনর্ব্যবহারযোগ্য, (rethinking) পুনর্বিবেচনা ও (imagination) কল্পনা এই চারটি শব্দের উপর জোর দিতে বলেছেন। আলোচনায় উপস্থিত শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক (ড.) দেবপ্রসাদ সিকদার বলেন প্রকৃতিকে রিজার্ভ করা প্রয়োজন। এর জন্য শক্তিশালী আওয়াজ এখন থেকেই তুলতে হবে এবং জনগণকে পরিবেশ রক্ষায় সক্রিয় অংশ গ্রহণ করতে হবে।

সিনিয়র অধ্যাপক (ড.) জয়ন্ত মেটে তার বক্তৃতায় জানান বর্তমান সমাজ পরিবেশ কেন্দ্রিক ব্যাবহারিক জয়াগায় পিছিয়ে পড়ছে। দরকার রবীন্দ্রনাথ ও তার পরিবেশ ভাবনাকে সম্মান জানানো। দরকার আত্মত্যাগ ও আত্মবোধের জাগরণ। অধ্যাপিকা (ড.) দেবযানী গুহ ‘restoration of the earth ecosystem’ নিয়ে দীর্ঘ আলোচনা করেন। অধ্যাপক (ড.) বিজন সরকার ‘মানুষ কতটা পরিবেশ বান্ধব হতে পেরেছে’ তার তুলানমুলক আলোচনার মধ্য দিয়ে নাগরিক সমাজের পরিবেশ রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরেছেন।

আলোচনা সভাটিতে অন্যান্য বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন অধ্যাপক (ড.) শ্রীকান্ত গৌর, ড. তারিণী হালদার, ড. অর্জুন চন্দ্র দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা বিভাগের সংযুক্ত অধ্যাপক ড. শান্তিনাথ সরকার এবং টেকনিক্যাল সাপোর্টে ছিলেন গবেষক সঞ্জু দাস ও গবেষক প্রদীপ অধিকারী। ২ ঘণ্টা ৪৫ মিনিটের আলোচনাটিতে ভারত বাংলাদেশ থেকে সাংবাদিকসহ প্রায় ৫০০ জন শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপক গুগল মিট ও ইউটিউবে অংশ গ্রহণ করেন।