উপাখ্যান
মহীতোষ গায়েন
প্রকৃত মানুষের চোখে
চোখ পড়লেই স্বপ্ন দেখি,
আগুনকে ভয় পাই না আর,
রাতের অন্ধকারে
আকাশের তারা গুনি।
হিসেব মেলাতে পারি না,
শরীরের অলিগলিতে ঢুকে পড়ে
প্রতিরোধের বীজ…
রহস্যময় অন্ধকারে
শুনতে পাই মেঘমল্লার;
ভুবনডাঙ্গার মাঠে চুরি যায়
বসুন্ধরার এক গোপন উপাখ্যান।