মোহাম্মদ ফরহাদ ওয়াজেদ, কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিনিধিঃ

মেসার্স কৃষি প্রগতি বগুড়া সহ সকল শো-রুম এ বিগত তিন মাসে রানার মটরসাইকেল সবোর্চ বিক্রি।

আর এই সর্বোচ্চ বিক্রি উপলক্ষে মেসার্স কৃষি প্রগতির ব্যবস্থপনা পরিচালক ইসরাক আহমেদ সকল কর্মচারীবৃন্দদের কে নিয়ে কেক কাটেন।সাথে সকল শো-রুম এ কেক কাটার জন্য বিশেষ আহ্বান করেন।এবং সকল কর্মচারীদেরকে আরও উৎসাহিত করার জন্য এই বিশেষ আয়োজন করেন। তিনি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রানার অটোমোবাইলস লিমিটেড এর নির্বাহী কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম এর কাছে সার্বিক সহযোগিতা বিশেষ করে কুড়িগ্রাম-লালমনিরহাট রানার বিক্রয় বৃদ্ধি হওয়ার জন্য।
তিনি আরও বলেন আমরা গ্রাহকদের কথা চিন্তা করে রানার সকল বাইক,ট্রাক,সিএনজি কিস্তিতে কাস্টমারদের/গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কৃষি প্রগতির মহাব্যবস্হাপক( বিক্রয়) মো:আনোয়ার পারভেজ বলেন আমাদের সকল শো-রুম এর ম্যানেজার ও নিবার্হীদের প্রচেষ্টায় এই সফলতা। আমরা চলতি মাসে ও আগামীতে আরও ভালো কিছু করবো।
কৃষি প্রগতির মহাব্যবস্থাপক(রিকোভারী)
মোঃ জিয়া দস্তগীর বলেন আমরা গত ৪০ বছরে পঁয়ত্রিশ(৩৫০০০) গ্রাহকদের ভালোবাসা পাই বলেন কৃষি প্রগতি এতদূর এগিয়ে যাচ্ছে। তিনি সকল ম্যানেজার/ কর্মচারী ও গ্রাহকদের কাছে ভালোবাসা ও দোয়া চেয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে