বিশেষ প্রতিনিধি, দুপচাঁচিয়া :

বাঁশের সাকোঁয় পারাপার, এলাকাবাসী  ব্রীজ চায়?দুপচাঁচিয়া থানা বাসট্যান্ড হতে ধাপহাট রাস্তার মাঝামাঝি ধাপসুখানগাড়ী হতে আঠালিয়া, গোসাইবাগ এলাকায় পারাপরারের একমাত্র ভরসা বাঁশের ব্রীজ,প্রতিদিন শত শত মানুষ এই বাঁশের সাকোঁ দিয়ে পারাপার হয়,নাগর নদীর উপর র্নিমিত এই বাঁশের সাকোঁ নদীতে পানি বৃদ্ধি হলে অতিরিক্ত পানির শ্রোতে অনেক সময় বাশেঁর সাকোঁ ভেঙ্গে যায়,এলাকাবাসী নিজেদের প্রচেষ্টায় আবার বাঁশের সাকোঁ মেরামত করে বলে জানান এই প্রতিবেদকের কাছে।

শত শত মানুষের পারাপারের সুবিধা মতে বাঁশের সাকোঁর জায়গায় একটি ব্রীজ এলাকা বাসীর জন্য প্রাণের দাবী হয়ে দাঁড়িয়েছে।বগুড়া সহ উত্তর বঙ্গের সবচেয়ে বড় হাট ধাপ সুলতানগঙ্জ হাট,আর এই হাটের দিন বাঁশের ব্রীজ এ অতিরিক্ত চাপ পড়ে।যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে যেতে পারে।জনসাধারনের চলাচলার সুবির্ধাতে এলাকাবাসী ব্রীজটি র্নিমানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে