খুলনা প্রতিনিধি :
পূর্ব রূপসা বাগমারা,রূপসা বাজার, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক এর (ওজাপাডিকো)বিদ্যুত ব্যবহারকারী গ্রাহকেরা প্রতি মাসের বিদ্যুৎ বিলের কাগজ হাতে না পাওয়ায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়  আগে উক্ত এলাকায় প্রতি মাসের ২০/২২ তারিখের মধ্যে বিদ্যুৎ বিল গ্রাহকদের হাতে পৌঁছে যেতো।বিল পরিশোধের সময়  মাসের ২৮/৩০ তারিখ পর্যন্ত থাকায় গ্রাহকদের তেমন সমস্যা হতো না।কিন্তু কয়েকমাস যাবৎ গ্রাহকেরা সময়মতো বিল হাতে পাচ্ছে না।বিল সরবরাহকারী ব্যক্তির কাছে বিল চাইলে বলে বিল আসেনি,আসলে দিবোনি। এছাড়া বিল পরিশোধের ১/২ আগে অনেকে বিল হাতে পেয়ে থাকে অনেকে এ অভিযোগ করেছেন। অনেকে  অভিযোগ করেছেন ৫/৬ মাস বিল না পাওয়ায়  বিল বকেয়া হওয়ায় বিদ্যুৎ  বিভাগের কর্মকর্তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গেছে।এ ব্যপারে ভুক্তভোগী একজন গ্রাহক বলেন ৫/৬ মাস বিল দিয়ে যায় না,বিল প্রদানকারী ঐ লোকের সাথে  দেখা হলে বিল চাইলে বলে আপনার বিল আসেনি, বিল আসলে আমি দিয়ে আসবানি।এভাবে তার বিল ৫/৬ মাস বকেয়া হওয়ায় আজ তার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। গরীব ঐ গ্রাহক এতো টাকা একসাথে কিভাবে যোগাড় করবে,সংযোগ দিতে শহরে বিদ্যুৎ বিতরণ অফিসে এসে বিলের ঝামেলা মেটাতে হবে,পরিশোধের কপি দেখিয়ে  লাইনম্যানের সহযোগিতায় খরচ করে তারপর সংযোগ পাবে।
এলাকাবাসী বিদ্যুৎ বিল নিয়ে নানা রকম হয়রানির শিকার হচ্ছে,সমাধান চায় তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে