সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন পালন করেছে জেলা আইনজীবী সমিতির নেতারা।
গত ৩০ মে (সোমবার) জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচীতে কক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. এনতাজুল হক সহ বিভিন্ন নেতারা।
এসময় বক্তারা প্রধান বিচারপতি ও প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন দেশে যেমন অন্যান্য সকল প্রতিষ্ঠান ও গণপরিবহন খোলা রয়েছে ঠিক তেমনি যেন সাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আদালত নিয়মিত খোলা রাখা হয়।
উল্লেখ্য যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গত ৫ এপ্রিল থেকে নিয়মিত আদালত বন্ধ রয়েছে।