টিপুসুলতান,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩১ মে বাদ জোহর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শাহিন, পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসুর রহমান, বিএনপি নেতা শাহ মো. আল-হেলাল, আলাউদ্দিন সরকার, বেলায়েত হোসেন আদর, মো. আলেকজান্ডার, আব্দুর রহিম, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, ছাত্রদল নেতা তারেক রহমান ও জুয়েল রানা প্রমুখ।