একটু শান্তি ও প্রেমের জন্য
মহীতোষ গায়েন
ইদানিং কবিতা লিখতে গিয়ে পারছি না,
লিখতে গেলেই কিছু চিটিংবাজ,বেইমান, দাম্ভিক,অহংকারী,স্বার্থপর মুখ ও অপ্রেমী,
হিংসুটে,ঈর্ষান্বিত মুখ ভাসছে,ডুবে যাচ্ছে।
সব কবিতা আগুন হয়ে যাচ্ছে,
সব কবিতা রক্ত ঝরিয়ে যাচ্ছে,
সব কবিতা প্রতিবাদী হয়ে যাচ্ছে,
সব কবিতা প্রতিরোধী হয়ে যাচ্ছে।
এসো আগুনে হাত রাখি…
এসো নিজেকে শুদ্ধ করি,
এসো মাটিতে হাত রাখি,
এসো মানুষের পাশে থাকি।
পৃথিবীতে সব শান্তি,সুখ যারা নিয়ত নষ্ট
করছে তাদের রাতের ঘুম এসো কেড়ে
নিই,প্রতিরোধের আগুনে পুড়িয়ে এসো
পৃথিবীতে শান্তি ও প্রেমের পতাকা তুলি।