*অণুগল্প- রেজাল্ট*
উচ্চমাধ্যমিক এর রেজাল্ট বেরিয়েছে আজ অভিকের গড় নম্বরটা বেশ ভালো। যাক ছেলেটা এবার মেডিক্যাল টা পড়তে পারবে, মা এর খুশির অন্ত নেই। হঠাৎ চিৎকার পাড়ার মোড়ে, সবাই বলছে ভয়ানক এক দুর্ঘটনা হয়েছে। রাজীব মনে হয় বেঁচে নেই, অভিক কি হয়েছে দেখবে বলে বেরোবে ঠিক করল, মা এর আপত্তি এড়াবে কিভাবে। এদিকে অভিকের বাবা ফিরেছে, হাত পা ছড়ে গেছে,মুখে শুধু একটাই কথা রাজীব এর বাবা কে কি বলব? মনুষ্যত্ববোধের রেজাল্টে আজ ও সবার সেরা।
গল্পকার-
সুমন ঘোষ।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুপ্রভাত উত্তরবঙ্গের সম্পাদক মহাশয় কে আমার এই গল্পটি প্রকাশ করার জন্য।