নিজস্ব প্রতিবেদক :

 অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে এখন উপকূলের আরো কাছাকাছি ‘ইয়াস’। আজই (২৬শে মে) আঘাত হানতে পারে উপকূলে। আজ দুপুর নাগাদ ভারতের উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় তিনশ’ কিলোমিটার, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর কেন্দ্রের কাছাকাছি বাড়ছে বাতাসের গতিবেগও। বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৮৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়টি দুপুর নাগাদ ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে খুলনার উপকূলীয় এলাকায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলাসমূহের নিুাঞ্চল প্লাবিত হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে