আন্তর্জাতিক ডেস্ক:

আমেরিকা এবং ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসাবে কোভিডে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়াল ভারতে।

আমেরিকা এবং ব্রাজিল আগেই এই সংখ্যা পার করেছিল। ভারত ছিল অনেকটাই দূরে। কিন্তু দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যা ভারতকে কোভিড মৃত্যুর সংখ্যার তালিকায় আমেরিকা এবং ব্রাজিলের পাশে দাঁড় করাল।

দ্বিতীয় ঢেউয়ে প্রতি দিন ২ লক্ষেরও বেশি সংক্রমণ হচ্ছে ভারতে। ৪ লক্ষও ছাড়িয়েছিল দৈনিক সংক্রমণ। গত কয়েক সপ্তাহে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। দৈনিক মৃত্যু এক সময় ৪ হাজারও ছাড়িয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে