ইমদাদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর গাবতলা পাড়ায় হামিম (৪) নামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পিতার নাম মোস্তো।রবিবার (২৩শে মে) ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি নানার বাড়ি বেড়াতে যায় ।এলাকাবাসী জানান, আনুমানিক দুপুর ১১টার দিকে নানার বাড়ির পিছনে পুকুরে শিশুটি গোসল করতে নামে। এক পর্যায়ে গভির পানিতে গেলে শিশুটি ডুবে মারা যায়। পুকুরটি কিছু দিন আগে খনন করায় অনেক গভীর ছিল।
পরে শিশুটির দেহ পানিতে ভেসে উঠলে তার নানার বাড়ির আত্মীয়রা শিশুটিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতঃ ঘোষণা করেন। বর্তমানে কোটচাঁদপুরে শিশুটির বাড়ি শোকের মাতম বইছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে