টিপু সুলতান, নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার ১৯ মে দুপুরে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা গ্রামের নিজ বাড়ি থেকে ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

আনিছুর রহমান উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা গ্রামের মৃত মনসুর রহমান মাষ্টারের ছেলে। সে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কেলেঙ্কারি মামলার আসামি ছিল। ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট হয়। ওই ওয়ারেন্টমূলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কেলেঙ্কারি মামলার আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে