রাজীব দত্ত, রাজারহাট, কলকাতা:
রাজ্য জুড়ে চলছে লকডাউন সকাল ৭ টা থেকে ১০ টা বাজার দোকান থাকলেও বাকি সময় চলছে সম্পূর্ণ লকডাউন।
সমস্ত জায়গায় শুনশান এবং ফাঁকা, যদিও কোথাও কোথাও বিপদ ছবিও ধরা পড়ছে। সারাদিন লকডাউনের মধ্যে মানুষের কিছু আনাগোনা দেখলেও। রাত্রির নটার পর থেকে শুরু হয়ে যাচ্ছে কারফিউ যা প্রতিদিন চলছে রাত্রি নটা থেকে পাঁচটা পর্যন্ত। রাত্রিবেলা পুলিশি তৎপরতা চলছে চেকিং কর্মসূচি। কোন বিশেষ প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাকে বাড়ি রাস্তায়।
একমাত্র বিশেষ প্রয়োজন এবং ডেলিভারি বয় ছাড়া রাত্রে রাস্তায় সচরাচর কাউকে দেখা যাচ্ছে না। একই ছবি ধরা পড়ছে, রাজারহাট নিউটাউন, চিনার পার্ক, রাজারহাট চৌমাথা, ভিআইপি,ও যশোর রোডে। সারাক্ষণ পুলিশি তৎপরতায় নজরদারি চলছে রাস্তায় আনাচে-কানাচে। এবং সেই সঙ্গে দেখা হচ্ছে মানুষ ঠিকঠাক সচেতনভাবে রাস্তায় বের হচ্ছেন কিনা এবং মাক্স ব্যবহার করছে।