দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি:
দুপচাঁচিয়ার বিশিষ্ট ইট ব্যবসায়ী মোঃইয়াছিন আলী(৭০) মৃত্যু ও দাফন সম্পন্ন।
দুপচাঁচিয়া পৌর সভার ধাপসুখানগাড়ীর গ্রামের মৃত কলিমুদ্দিন প্রাং এর ছেলে বিশিষ্ট ইট ব্যবসায়ী মোঃ ইয়াছিন আলী প্রাং (৭০)১৫।৫।২০২১ ইং দুপুর ২ ঘটিকায় মৃত্যু বরন করেন।
তিনি বেশ কিছু দিন যাবৎ অসুস্হ ছিলেন, মৃত্যু কালে তিনি ৪জন ছেলে ২জন মেয়ে সহ নাতী নাতনী ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গিয়েছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ সন্ধায় বাদ মাগরিবের নামাজ শেষে জানাজা অন্তে তার নিজ বাসভবনের পাশ্বে পুরাতন ছাতাল কবর স্হানে তার দাফন সম্পর্ণ হয়। তার মৃত্যুতে দুপচাঁচিয়া জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃআব্দুস সালাম মীর ও সাধারন সম্পাদক মোঃরফিকুল ইসলাম শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাংবাদিক ইদ্রিস আলী আলীর বড় ভাই মরহুম মোঃইয়াছিন আলী।