কলকাতা নগর বিশেষ প্রতিনিধি, শ্রী রাজীব দত্ত, ভারত বর্ষ :

আজ অক্ষয় তৃতীয়ার পাশাপাশি রয়েছে খুশির ঈদ সমস্ত দোকানে যেমন অক্ষয় তৃতীয়া পুজো এবং হালখাতার আয়োজন হয়ে থাকতো এবছর সেই ছবি ধরা দিচ্ছে না খুব ছোট আকারে দোকানদার ও ব্যবসায়ীরা তাদের দেবতার আরাধনা করছেন, ঠিক তার পাশাপাশি সারা বছর অপেক্ষা করে থাকা পবিত্র রমজানের শেষের দিন যে ব্যস্ত ছবি দেখা যায় এবার তা নেই, গতবছরের লকডাউনের মধ্যে ঈদ হওয়ার কারণে সেই আনন্দময় উৎসবের আয়োজন করা যায়নি।

ঠিক একই ছবি ধরা পড়ছে এবার কলকাতা তথা বাংলাদেশের নানান শহর-গ্রাম মফস্বল পাড়া অঞ্চলগুলিতে। খুশির ঈদ হলেও কোথাও যেন খুশিতে একটা বাধা বিপত্তির সৃষ্টি করে চলেছে এই করোনা।

মানুষ মানুষে যে মিলন উৎসব তৈরি হয়ে ওঠে সেটিও এখন বন্ধ। ছোট খুদেরা যে রঙিন জামা কাপড়ে আর আদরের গন্ধে ময়ময় করে পরিবেশে , সারি বেঁধে সবাই একসাথে ঘুরতে যায় এদিক ওদিক তাও সম্ভব না এই করোনার কারণে।

শোনা যাচ্ছে না কোন জলসা, মাহফিল, গজল এর শব্দ ধ্বনি । চারিদিকে শুধু আক্রান্ত আর নিহত এবং আক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। আর সঙ্গে রয়ে গেছে স্বজন হারানোর বেদনা। কলকাতার তথা বিশ্বের বিশিষ্ট ডাক্তাররা জানিয়েছে করোনার এই ভয়াবহ আকার ধারণ করা থেকে একমাত্র বাঁচার উপায় মাক্স, স্যানিটাইজার এবং ফিজিকাল ডিসটেন্স মেনটেন করা, তাই সংক্রমণকে রুখতে সবাই বদ্ধপরিকর হয়ে আনন্দ-উৎসবের থেকে বিরতি নিয়েছেন । সকলের একটাই আশা আমি দিন সুস্থ থাকুক ভালো থাকুক আগামী বছর পবিত্র ঈদের আনন্দ উৎসবে একসাথে মেতে উঠি সবাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে