নিজস্ব প্রতিবেদক :
দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র ভারতের কলকাতা ব্যুরো প্রধান থেকে পদোন্নতি নিয়ে মফস্বল সম্পাদক (পশ্চিমবঙ্গের সকল জেলা ও থানা) এর দায়িত্ব নিলেন ড. মহীতোষ গায়েন।
ড. মহীতোষ গায়েন পেশাগত জীবনে অধ্যাপনা করেন অধ্যাপক হিসেবে কলকাতা সিটি কলেজে। ছোটবেলা থেকেই লেখালেখি করা তাঁর নেশা। তিনি একজন কবি, সাহিত্যিক, লেখক, গবেষকসহ নানা প্রতিভার অধিকারী। তিনি একজন দক্ষ সংগঠক ও প্রকৃত সমাজসেবকও বটে। তিনি বিভিন্ন সংগঠনের সাথে সরাসরি জড়িত তার মধ্যে কিছু উল্লেখ না করলেই না, যেমন – সাধারণ সম্পাদক-কলকাতা ঢাকা মৈত্রী পরিষদ, সহ সম্পাদক-বাচিক স্বজন-কলকাতা, সহ সম্পাদক-সুচিন্তন সোসাইটি ফর কালচার, সভাপতি-বারাসত হিস্ট্রি লাভার্স এসোসিয়েশন, সম্পাদক-ইতিহাস চর্চা, এক্সিকিউটিভ মেম্বার-পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, এক্সিকিউটিভ মেম্বার-ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজ ইত্যাদি।
তিনি বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র কলকাতা ব্যুরো প্রধান হিসেবে যোগদান করেছেন এপ্রিলের ১ম সপ্তাহে। শত ব্যাস্ততার মধ্যেও এই স্বল্প সময়ের মধ্যে নিজের দায়িত্বের বাইরেও পত্রিকাটির প্রচার ও প্রসারের জন্য দিন রাত সময়-শ্রম দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় জেলা প্রতিনিধি নিয়োগ দিতে সম্পূর্ণ সহায়তা করেছেন।
তারই ফলশ্রুতিতে ড. মহীতোষ গায়েন মহোদয়কে পশ্চিমবঙ্গের মফস্বল সম্পাদকের দায়িত্ব নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানালে তিনি পত্রিকাটির প্রতি ভালোবাসর নিমিত্তে প্রস্তাবে রাজি হন।