নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র ভারতের হুগলি জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করলেন প্রিয়াঙ্কা ব্যানার্জি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়নরত প্রিয়াঙ্কা ব্যানার্জির নেশা লেখালেখি করা। তাঁর জীবনের একমাত্র লক্ষ্য পড়ালেখার পাঠ সম্পন্ন করে একজন প্রকৃত সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে কলমের মাধ্যমে সেই সমস্ত মানুষকে ন্যায্য দাবী বুঝিয়ে দিতে সহায়তা করা। পাশাপাশি সাংবাদিকরা যে জাতির দর্পণ সেই প্রচলিত কথাটিকে বাস্তবে পরিণত করে সমাজ, জাতি তথা দেশকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করা।

তারই ভিত্তিস্বরূপ দেশ-বিদেশে গ্রহণযোগ্য, সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর সংবাদপত্র দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ’র হুগলি জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করা।

তিনি আশা ব্যাক্ত করে বলেন, পত্রিকাটির স্লোগান ” কারো পক্ষে নয়, অন্যায়ের বিপক্ষে “, এই স্লোগানটি বুকে ধারণ করে বাধাবিঘ্ন পেড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

পরিশেষে দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার শুভ কামনা জানিয়ে নিজের ওপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে সেই জন্য সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে