দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি:

 দুপচাঁচিয়ায় এস এম এফ পাঠাগারের উদ্দ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয় মঙ্গলবার সকাল ১১ঘটিকায় এস এম এফ পাঠাগারে।

উক্ত ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে ঈদ সামগ্রী বিতরন করেন এস এম এফ পাঠাগারের প্রধান উপদেষ্ঠা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃসুজ্জাত আলী,সাবেক সহকারী কমান্ডার বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সভাপতি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ,দুপচাঁচিয়া। এ সময় এস এফ পাঠারের সভাপতি সাংবাদিক মোঃআব্দুস সালাম মীর, পাঠাগারের পরিচালক মোঃআরিফুল ইসলাম,পাঠক ফোরামের শিক্ষিকা মোছাঃ ডালিম বেগুম ও সমাজ সেবক আনোয়ার হোসেন সহ পাঠাগারের সদস্য ওসদস্যা উপস্হিত ছিলেন।
পরে প্রধান অতিথি মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে ৭০জন গরীব ও অসহায়দের মাঝে সেমাই, চিনি,দুধের প্যাকেট,সাবান ও কিছমিছ সহ একটি ব্যাগে করে
প্রতিজনের মাঝে বিতরন করেন।”ঈদ মোববারক” ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি এই কামনা করে এস এম এফ পাঠাগারের সভাপতি সাংবাদিক আব্দুস সালাম মীর সবার সুস্বাস্হ্য কামনা করে আগামীতে যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি,এই দোওয়া চেয়ে বিতরন কার্যক্রম শেষ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে