আমি বরাবরই প্রেমী
মিজানুর রহমান
প্রতিটি প্রেম বয়ে নিয়ে আসে
এক নতুন জীবনে উদ্যম গতি,
যা প্রস্ফুটিত ফুলে ফলে বীজে
সজীবান্তে ফুটিয়ে তোলে জীবনী গতি।
প্রেম নিবেদনে আজও নহে প্রত্যাখ্যান
ঠাঁই অন্তরঙ্গে ,
বড়ই বৈচিত্রের মাঝে বিনয়ী সাধন।
বলছি …..আমি প্রকৃতি,
আমি বরাবরই প্রেমী।
ছাতিম তলায় বসে থাকা,
প্রেমিক-প্রেমিকা যুগলদ্বয়
যেন রুদ্ররসের মধ্যে,
বয়ে নিয়ে আসে সুমিষ্ট ঘ্রাণের বাণী।
বলছি….. আমি প্রকৃতি,
আমি বরাবরই প্রেমি।
রুক্ষ শুষ্ক ভূমিতে,
মৃদভেদী সুজলা-সুফলা ফলাতে
দিবানিশি প্রচেষ্টায় রত আমি।
বলছি …..আমি প্রকৃতি,
আমি বরাবরই প্রেমী।
এসো বৃক্ষরাজি বনস্পতি
লতা গুল্ম বিরুৎ ,
একই ছত্রে প্রোথিত সবই
প্রস্ফুটিত ওষ্ঠাগ্রে প্রেমময় মৃদুহাসি,
প্রতিনিয়ত ঋতুবরণে উদগ্রীব আমি।
বলছি …..আমি প্রকৃতি,
আমি বরাবরই প্রেমী।