রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণকালে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোহাম্মদ বেলাল উদ্দিন সোহেল বলেন, গত বছরের এপ্রিল মাস হতে শুরু করে আজ পর্যন্ত করোনা ভাইরাসের এ মহামারীতে কর্মহীন হয়ে পড়া গরীব-দুস্থ অসহায় মানুষকে তার নিজস্ব উদ্যোগে বিভিন্নভাবে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। গতবছর পাঁচ হাজার অসহায় পরিবার কে খাদ্য সহায়তা প্রদান করার কথা উল্লেখ করেন ।তিনি বলেন, এ রমযানের শুরু হতে বিভিন্নভাবে দেওপাড়া ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করে যাচ্ছি। ঈদকে সামনে রেখে এ মহামারীতেও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে প্রায় সাত হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়ার কথা জানান। তিনি এও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগে সাড়া দিয়ে। জাতি ধর্ম বর্ন নির্বিশেষে আমরা মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করি। দেওপাড়া ইউনিয়নের দুস্থ অসহায় মানুষের কাছে সাক্ষাৎকার নিতে গেলে তারা জানান। বেলাল উদ্দিন সোহেল ভাই শুধু করোনাকালীন পরিস্থিতিতেই নয় বিপদে-আপদে আমরা তাকে সব সময় কাছে পাই। অসুস্থ মানুষের চিকিৎসার সহযোগিতা, কন্যাদায়গ্রস্ত পিতার কন্যার বিয়েতে সহযোগিতা করেন। আসলাম,জব্বার, কালু,আজিমন,তাহেরা, শহবুল সহ আনেকেই আবেগঘন মাখা কন্ঠে বলেন,।আমাদের এলাকায় অনেক প্রভাবশালী ও জনপ্রতিনিধি রয়েছে তাদের কাছ থেকেও এমন ধরনের সহযোগিতা পাই না। আল্লাহর কাছে আমরা তার জন্য দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন ও দীর্ঘজীবী হোন এবং আমাদের পাশে যেন এভাবেই তাকে পাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে