রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী জেলা আওয়ামীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (পবা-মোহনপুর-৩ আসন) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব মেরাজ উদ্দিন মোল্লা বার্ধ্যকজনিত কারণে মারা গেছেন।

রবিবার (০৯ মে) রাত সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা।

তিনি বলেন, প্রায় ৭৬-৭৭ বছর বয়স হয়েগিয়েছিলো তার। এছাড়া তার লাঞ্চে পানি জমে গিয়েছিলো। চিকিৎসকেরা তার লাঞ্চের পানিও বের করেছিলেন, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে তিনি সুস্হ হয়ে উঠতে পারেননি।’

তিনি আরো বলেন, ‘মেরাজ মোল্লা প্রথমদিকে করোনায় আক্রান্ত হলেও পরে তা নেগেটিভ আসে। এমনকি পরবর্তীতেও তার শরীরে করোনার জীবাণু সনাক্ত হয় নি।’

তবে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার গত ২৮ এপ্রিল কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে একটি কেবিনে এবং পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল।

পরে অবস্থার অবণতি হলে তাকে রামেক হাসপাতাল থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থানান্তর করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেরাজ মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার আত্মার জন্য মাগফিরাত কামনা করেন। সেই সাথে তিনি তার শোকাহত পরিবারের জন্যও তিনি মঙ্গল কামনা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে