নিজস্ব প্রতিবেদক:
গত একদিনে দেশে এক হাজার ২৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত আট সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
এর আগে গত ১৪ই মার্চ দেশে এক হাজার ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। নতুন রোগীসহ দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৭৮ জনের।
আজ শনিবার (০৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৪৪৩ টি পরীক্ষাগারে ১৪ হাজার ৩২৪ জনের নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ১৩ হাজার ৯৭৯টি। মোট পরীক্ষার প্রেক্ষিতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ২ হাজার ৪৯২ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ। আর দৈনিক মৃত্যু হার ১ দশমিক ৫৪ শতাংশ।
২৪ ঘণ্টায় নতুন ৪৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ৬১৫ জন ও নারী তিন হাজার ২৬৩ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে দু’জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দু’জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন।
সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে, ২১ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১জন, খুলনা বিভাগে ৩জন, বরিশাল বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন ও ময়নমনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।