হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নে জিআর প্রবল্পের আওতায় নগদ ৪‘শ টাকা করে বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
শুক্রবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ৬২৫জন মানুষের মাঝে নগদ ৪‘শ টাকা করে বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী উত্তম কুমার সিংহ, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, উপ-সহকারী কৃষি অফিসার সাঈদ হোসেন আনছারী ও চিলমারী প্রেস ক্লাব সভাপতি এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৩৭৫০টি পরিবারের মাঝে ৪‘শ টাকা করে বিতরণ হচ্ছে।