খুলনা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) সুষ্মিতা সাহার বিদায়ী সংবর্ধনা আজ ৬ মে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান। বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবীদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।