করোনা অঙ্গে রাজনীতি বঙ্গে
মহীতোষ গায়েন
হাটে মাঠে ঘাটে সন্ত্রাস ফোটে
করোনা মানুষের সব সুখ লোটে,
রাজনীতি কাটাকাটি শুরু হয় বঙ্গে
করোনা ঢুকে যায় সারা দেহে অঙ্গে।
দাম্ভিক তুমি নেতা দাম্ভিক মন্ত্রী
করোনায় জবুথবু সব ষড়যন্ত্রী,
ভয়ে থাকে মানুষ ভয়ে থাকে দল
অভাগা জনগণ মাপে তবু জল।
ইভিএম হ্যাক নাকি,হ্যাক হয় মন ?
হানাহানি শুরু,জ্বলে বাড়ি ঘর বন;
অসুখটা বেড়ে যায় কাঁদে ভগবান
সব গেল বাঙালির জাত-কূল-মান।