মোঃ পাভেল ইসলাম বিশেষ প্রতিনিধি:
করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ২৩১ জন পরিবহণ শ্রমিকদের মাঝে উপহার প্রদান করা হয়েছে। বুধবার(৫ মে) সকালে রাজশাহী রিভার ভিউ কালেক্টরের মাঠে জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধানমন্ত্রীর পক্ষে এ উপহার তুলে দেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘সরকার সব সময় জনগণের পাশে আছে। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চন্দ্র, পরিবহণ শ্রমিকের নেতা বিপ্লবসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের উপহার পেয়ে পরিবহণ শ্রমিকরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।