মোঃ বেলাল হোসেন, বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস এর নির্দেশনায় এবং বগুড়া জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য ও সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান (আতিক) এর উদ্যোগে বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের গন্ডগ্রাম এলাকার এক গরীব কৃষক রিপন মিয়ার ২৮ শতাংশ কৃষি জমির  ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগ নেতা মৃদুল, রকি, সোহান, সোহেল, রিয়াদ, নয়ন, শাহাদাৎ, আমিনুল, সুজন। করোনার এই দুঃসময়ে গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে নিজেদের গর্বিত মনে করছে তারা।
এই ব্যাপারে ছাত্রলীগ নেতা আতিক বলেন, কৃষকদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং বগুড়া জেলা ছাত্রলীগের  সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের তত্ত্বাবধানে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি।  ভবিষ্যতে এমন কাজ অব্যাহত থাকবে।
সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগ নেতা মৃদুল সরকার বলেন, ছাত্রলীগ কর্মীরা সবসময়ই মানুষের কল্যানে কাজ করে। রিপন মিয়া আর্থিক সংকটে পড়ে যাওয়ায় তার ধান ঘরে তুলতে বিপাকে পড়ে যান। আমরা খবর পেয়ে জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ভাই এর নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য আতিকুর রহমান আতিক ভাইয়ের উদ্যোগে সেই গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার চেষ্টা করি। আমাদের এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে