এ বাংলা আমার মাতৃভূমি
মোঃ আশরাফুল ইসলাম (নয়ন)
এ বাংলা আমার জন্মভূমি,
এ বাংলা আমার মাতৃভূমি,
এ সোনার বাংলায় আমার কতো স্মৃতি,
শেষ হবেনা যদি সারা জীবন বলি।
ও আমার বাংলা তোমায় অনেক ভালোবাসি,
তোমার কোলে মরতে চায় আমি।
সোনা দিয়ে ঘেরা যেনো আমার মাতৃভূমি।
সবুজ পাছ গাছালি তরুলতায় মোড়ানো এ দেশ।
ও বাংলাদেশ তোমার বুকে জন্মেছি,
অামি গর্বিত বারবার তোমার মায়ায় পড়ি।
চিরদিন হতে চায় আমি তোমার প্রেমী।
ও সোনার বাংলা ও বাংলাদেশ শুনো তুমি,
তোমায় আমি অনেক ভালোবাসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে