আবুতৌহিদ,আটোয়ারী,পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ০৫ বোতল ভারতের নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিলসহ মাদক সেবনকারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটদাপ সফিউল ইসলাম (পুতুল) মেম্বারের আম বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আটোয়ারী থানা পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) বেলা প্রায় দেড়টার দিকে অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদকসেবনকারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখ্যাতি গ্রামের মোঃ আনারুল হকের পুত্র মোঃ কাবুল হোসেন (২৬)।

ফেনসিডিল সহ মাদকসেবী আটকের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, এসআই প্রহল্লাদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি মামলা রুজু করেছেন। মামলা নং-১১, তারিখ: ২৮/০৪/২০২১ইং। তিনি বলেন, আটককৃত মাদকসেবীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে