নিজস্ব প্রতিবদেক:
অতিমারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ৯৭ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ১৫০ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩,৩০৬ জন।
এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪,২৪১ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।
আজ সোমবার (২৬শে এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি ৩৫০টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৮৬৪টি নমুনা সংগ্রহ ও ২৫ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩০৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। আর একই সময়ে সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।