ইমদাদুল হক ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কানুহরপুর গ্রামের আমির মন্ডলের ছেলে তরিকুল যশোরে বাসা ভাড়া করে বসবাস করে।সে আর এফ এল কোম্পানিতে যশোরে কর্মরত আছে।তরিকুলের একটি মাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করে।গত ২৩/৪/২০২১ তারিখে সন্ধ্যা ৬ টার দিকে তার বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পরিবারসহ আহত হয়।
প্রথমে তার পরিবারের তিনজনকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তরিকুলকে ঢাকা বার্ডেন হাসপাতালে রের্ফাড করেন।এবং তার পরিবারের দুইজন যশোর সদর হসপিটালে ভর্তি আছে।পরিবার সুত্রে জানা যায় যে,গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার সময় তরিকুল সহ তার স্ত্রী ইফতারী বানানো নিয়ে ব্যস্ত থাকায় এই দূর্ঘটনা ঘটে।তরিকুলের একমাত্র ছেলে বাবার কাছে ঘটনার সময় আসছিল তখন তরিকুল ছেলেকে হাত দিয়ে দুরে সরিয়ে প্রানে বাচায়।পরিবারের পক্ষ হতে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে যেন তরিকুল দ্রুত সুস্থ হয়ে উঠে।