রাজধানীর মিরপুর ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনেটে ওই বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, ৬টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌঁছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।
তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।