বসন্ত বিদায়
মিজানুর রহমান
ঋতুরাজ বসন্ত ভরে ওঠে
প্রভাতে কোকিলের মিষ্টি ডাক,পাখিদের কলরব
ভ্রমরের গুঞ্জন সমবেত প্রেমময় ধ্বনিতে।
সবুজের সৃজিত গুণগান ,পাখিদের কলতান
প্রকৃতির মায়াবী মৃদু হাসিতে।
বসন্তবরণে শিমুল, পলাশ ,মাদার
প্রেম উদ্যানে ডানা মেলে।
উৎকন্ঠা জাগিয়ে তোলে
সবুজাভ আনন্দের শিহরিত ধ্বনি।
একি বসন্ত বিদায়ী ধ্বনি?
এক সুন্দর স্নিগ্ধ সকালে সবুজাভ
তৃণাবৃত মাঠ বিনিদ্র নয়নে ছলছল করে !
রঙে রূপে বৈচিত্র্যময় হয়ে
দিয়েছো মোদের শতমূলী এপ্রিকট ।
বিদায়ী প্রারম্ভে যেন বিনয়ী,
হে বসন্ত বিদায়!!
কিশোর কিশোরীরা রঙেরূপে পুষ্পের সুরভিত সুগন্ধে
উৎফুল্লতাই ভরে ওঠে উদ্যান প্রাঙ্গণে,
হে বসন্ত তুমি রয়ে যাও মোদের হৃদয় উদ্যানে।
সরষে ফুলের হরিদ্রা অনন্তে,
আজ পরিপূর্ণ বাসন্তী প্রতি কানন ।
একি বিদায়ী সম্ভাষণ?
যেতে নাহি দিলে সবে, কালান্তরে যেতে হয়
হে বসন্ত বিদায়!