সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ প্রানপতি গ্রামের দুলাল মিয়ার বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জায়গা ও রাস্তা দখল করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত দুলাল মিয়া স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় নিরুপায় হয়ে শফিকুল ইসলাম থানা পুলিশের শরান্নপন্ন হন।এবিষয়ে ভুক্তভোগী শফিকুল ইসলাম রাজারহাট থানায় দুলাল মিয়া,মুন্না মিয়া ও বেলাল হোসের নামে অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে জানা যায়,শফিকুল ইসলামের বাড়ি সংলগ্ন ও জমি সংলগ্ন ১০ফিট একটা রাস্তা আছে।এই রাস্তা দিয়ে গ্রামের প্রায় ১৫০শত পরিবার যাতায়াত করেন। গত ১৮/০৪/২০২১ সকাল ৮ঃ৩০ ঘটিকায় হঠাৎ করে প্রতিপক্ষ দুলাল, মুন্না ও বেলাল সহ তাদের সাঙ্গপাঙ্গরা এসে রাস্তাটি তাদের দাবী করে দখল করে এবং ইটের পাচীর দিয়ে গেতে দখল করে নেয়।স্থানীয়ভাবে দুলাল মিয়া প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী শফিকুল ইসলাম তাদের পেশীশক্তির কাছে পেরে উঠতে না পেরে থানা পুলিশের শরনাপন্ন হন। উল্লেখ শফিকুল ইসলাম ঐ ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেন কে বিষয় টি অবগত করলে তিনি এই বিষয়ে সমাধান দিতে অপরাগতা প্রকাশ করেন।
এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের কথা বলেন।