হায়রে ভালোবাসা
শ্রী রাজীব দত্ত

হায়রে ভালোবাসা
তোর কি করুণ দশা।
আজকে যার হাত ধরলি
কালকে যে সে অতীত,
পরশু আবার নতুন কেউ
প্রেম জোয়ারে তুফান ঢেউ ।

হাতটা যখন ছাড়ার থাকে ধরিস বা কেন?
নোংরা মানসিকতার আড়ালে পবিত্র সাজিস যেন।
থাক থাক অভিযোগগুলো
আছে তোর কাছে থাক ।
তোকে বিদায় জানিয়ে
ভারাক্রান্ত মনটা একটু শান্তি পাক।

দূর হয়ে যাক সব আবর্জনা
তোকে না, পাওয়াটাই থাক শুধু সান্তনা
আমি ভেবে নেব তুই ছিলি আমার দুর্ঘটনা
তাই তোর প্রতি হয়ে গেল কিছু সমবেদনা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে