মোঃ পাভেল ইসলাম বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল সোমবার (১২ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা হলে তাঁর করোনা শনাক্ত হয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। তাই বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দেন। এরপর রামেকের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি আরও জানান, রাতে করোনা পজিটিভ থাকার বিষয়টি জেনে বাসায় আইসোলেশনে চলে গেছেন এসপি মাসুদ হোসেন। তাঁর শারীরিক অবস্থা ভাল আছে বলেই জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।