ক্ষুধার জ্বালা
রাজ কালাম

মহামারী করোনার ভয়ে
আতংকিত সারা বিশ্ব,
অনেকের ঘরে খাবার নেই                        অনেকেই হয়েছে নিঃস্ব।

ক্ষুধার জ্বালার কষ্ট
বুঝতে পারে তারা,
দিনরাত্রি অনাহারে থেকে
কাটাচ্ছে জীবন যারা।

যারা শীতাতপ নিয়ন্ত্রিত
বাসা বাড়িতে ঘুমায়
মাছ, মাংস, পোলাও
মনে যা চায় খায়,
তারা কিভাবে বুঝবে
অভুক্ত মানুষ কত কষ্ট পায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে