সিংড়া থেকে আশরাফুল ইসলাম সুমন:

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।

জানা গেছে, হঠাৎ করেই করোনা উপসর্গ জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দেয়। এ কারণে গত ২৩ জুলাই (বৃহস্পতিবার ) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি। ওই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন।
আলহাজ্ব আব্দুল মজিদ জানান, জ্বর, কাশি থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। ফলাফল পজিটিভ আসার পর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে