দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রতিমন্ত্রী জানান, ‘বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে, ১১ জুলাই থেকে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা নদীর পানি বাড়বে। বন্যা এবার ২৩ জেলায় বিস্তৃতি লাভ করবে। ২৩ জেলার মানুষ বন্যাকবলিত হতে পারে। বন্যার স্থায়িত্ব বাড়তে পারে।’
তিনি বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রত্যেক জেলায় ২০০ টন চাল, ৫ লাখ টাকা, শিশুখাদ্যের জন্য ২ লাখ টাকা, গবাদি পশুর জন্য ২ লাখ টাকা এবং ২ হাজার শুকনা খাবারের প্যাকেট গতকালই পাঠিয়েছি।’
বৃহস্পতিবার (৯ জুলাই) বন্যা পরিস্থিতি নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জনান।