মুক্তির খোঁজে
শ্রী রাজীব দত্ত
ভালো লাগেনা, ভালো লাগেনা
রোজকার অভ্যাস
রোজগার এই জীবন
ভালো লাগেনা
স্বপ্ন পূর্ণ হওয়ার আভাস
সেই একই ব্যর্থতার মরণ।
যদি একটু শান্তি পেতাম
শহুরে এই কংক্রিট ভীড় ছেড়ে
অন্য কোন খানে একটু দূরে
নিরব শীতল কোন এক স্থান
যেখানে আত্মমর্যাদা, বিলুপ্ত সম্মান।
কমলতার মেঘের চাদর
গগন আমার ছাদ
তালগাছের শাড়িগুলো হবে ঘরের দেওয়াল
সবুজ ঘাস হোক আমার ঘরের কার্পেট
রাতের আধারে আলো দিক প্রকৃতির মশাল।
বাঁধনহারা এর মন আজ বারে বারে মুক্তি চাই
বন্ধুত্বের নামে শত্রুতা, হিংসা, খুনাখুনি,
এই বাস্তব দেখে চোখ দুটো আজ বড় ক্লান্ত
প্রতিবাদ সেই মনটা হয়ে যেতে চাই চিরশান্ত।
থাকুক পরে অর্থ কিংবা বিলাসিতা
মহা জীবনে প্রবেশ করে
মুক্তি চাই এসবের থেকে
এ জীবনে আমরা সবাই মুখোশধারী অভিনেতা।