ব্যথিত হৃদয়
নীল আকাশ
ছোট্ট ছোট্ট পায়ে প্রথম চলার পথে
হোঁচট খেয়ে পড়েছিলাম –
বুকে জড়িয়ে নিয়ে বলেছিল
আমিতো আছি মা ভয় কি?
ছোট্ট শিশু আঙুল শক্ত করে ধরে
উঠে পড়ে আবার চলতে থাকি।
প্রথম হাতে খড়ি পাঠশালায়
অচেনা মুখ গুরু মশাইয়ের
ভয়ে বুক করছিল দুরুদুরু,
হাত ধরে বিদ্যালয়ের পথে
পিঠ চাপরে বলেছিল
আমিতো আছি মা ভয় কি?
উদ্দাম সাহসে অপার আনন্দে
এগিয়ে চলা হলো শুরু।
গভীর রাতে দুঃস্বপ্নে ঘুম ভাঙলে
মাথায় হাত বুলিয়ে বলেছিল ঘুমা এখন
আমিতো আছি মা ভয় কি?
সাহসী হয়ে নিশ্চিন্তে ঘুমের দেশে
প্রকৃতির নিয়মে প্রথম ভালো লাগা
প্রথম প্রেমে হৃদয় ভেঙে যাওয়া
দুঃস্বপ্নে,দুর্দিনে নিজেকে শেষ করার প্রতিজ্ঞা,
বুকে জড়িয়ে নিয়ে বলেছিল
আমিতো আছি মা ভয় কি?
সিক্ত নয়নে, ভগ্ন হৃদয়ে ফিরেছি
আবার নতুন উদ্দামে নতুন ছন্দে
সৎভাবে, সৎপথে,হাসিমুখে
চলার অনুপ্রেরণা পেয়েছি
জানতাম ভয় নেই
সদা আছো তুমি পাশে এই বিশ্বাসে।
অহরহ ষড়যন্ত্রে হৃদয় যখন ছিন্ন হয়
ব্যাকুলতা গ্রাস করে, পথ চাই
সেই চিরপরিচিত কণ্ঠস্বরের
না,না,নেই আজ হারিয়ে গেছে
চিরতরে… শুধু স্মৃতি
হাহাকার ব্যথিত হৃদয়ে…