তুমি
রাজ কালাম
স্নিগ্ধ, সুগন্ধি, ঘন কালো কেশ
লাল টুকটুক চাঁদমুখ, গোলাপি অধর
ঘায়েল করা তোমার মধুর হাসি,
মুখোমুখি হলেই সবকিছু হয় এলোমেলো
যত দেখি ততই প্রেমে পড়ি
সত্যি সত্যিই তোমায় বড্ড ভালোবাসি।
আহা…আ..হা..হা..
সেই যে তোমায় দেখে প্রেমে পড়লাম
আমার নিষ্পাপ অদেখা মনের গহীনে
হৃদয় জুড়ে শুধু তোমারই ছবি,
সেই থেকে কতো কথা, ছন্দ
যে জন্ম নেয়, ভিতর থেকে বলে
লিখে যা, হতে হবে কবি।
এই শুনছো? কেন এতো নিরব !
শান্তি পাইনা থাকলে তুমি চুপ,
কিযে কষ্ট হয় তোমার নিরবতায়
হাহাকারে কেঁপে ওঠে মোর বুক।