খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন নগরীর মৌলভীপাড়া এলাকার মোঃ নাজমুল হকের ছেলে রেজানুল হক ওহিদ (২৪), খালিশপুর বড় বয়রা জংশন রোড এলাকার মোঃ শেখ হাসিবুর রহমান লিমন (৩০) এবং সাতক্ষীরার কালিগঞ্জ থানার ঝড়োখামার এলাকার শেখ মোঃ আলীর ছেলে চঞ্চল শেখ (৪৯)।